বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার সানী আব্দুল হক। নির্বাচনের মধ্য দিয়ে সংগঠন নতুন নেতৃত্ব পায় এবং আদর্শিক ধারাবাহিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শুভেচ্ছা জানান।