ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অগ্রণী নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সারাদেশে জুলাই আন্দোলনের সকল স্পটে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার জুমার নামাজ শেষে শাহবাগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নাহিদ ইসলাম তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ করেন, বিভিন্ন শক্তি জুলাই আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তিনি আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মিডিয়া ও অন্যান্য প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেন। তাঁর মতে, শরিফ ওসমান হাদির আদর্শ ধারণ করেই বাংলাদেশ ও জুলাই আন্দোলনকে রক্ষা করতে হবে।
আজ সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। শাহবাগসহ বিভিন্ন স্থানে সমাবেশের প্রস্তুতি চলছে, আর প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।