বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, আব্দুল মালেকের বিরুদ্ধে দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করা ও অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগের তদন্ত চলছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কিনা- তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসামির আয়কর নথি জব্দ করা আবশ্যক।