Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি হলফনামা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। দলটি জানিয়েছে, নাহিদ ইসলামের ঘোষিত ৩২ লাখ টাকার সম্পদ নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব তামীম আহমেদ এক বার্তায় জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলামের সাত মাসে মোট আয় ছিল ১১ লাখ ৩৬ হাজার ৭৯ টাকা, গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা। পদত্যাগের পর তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক এক লাখ টাকা সম্মানিতে কাজ শুরু করেন। ২০২৪–২৫ অর্থবছরে তার মোট আয় ছিল ১৬ লাখ টাকা এবং তিনি ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করেন।

বার্তায় আরও বলা হয়, হলফনামায় ঘোষিত ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার সম্পদে উপদেষ্টা ও পরামর্শক পদে অর্জিত আয়, নগদ অর্থ, পূর্বের সঞ্চয় এবং আত্মীয়স্বজনের উপহার অন্তর্ভুক্ত। এনসিপি স্পষ্ট করেছে, নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা নয়; হলফনামায় বর্তমান পেশা হিসেবে পরামর্শক ও পূর্বতন পেশা হিসেবে সরকারের উপদেষ্টা পদ উল্লেখ আছে। বর্তমানে তার দুটি ব্যাংক হিসাব রয়েছে—একটি সোনালী ব্যাংকে এবং আরেকটি নির্বাচনি ব্যয়ের জন্য সিটি ব্যাংকে খোলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!