আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে বাংলাদেশিদের উল্লেখযোগ্য পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন কারণে ভিসা দেওয়া হচ্ছে। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।