ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের হুমকি বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সহকারী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে আঁকা গ্রিনল্যান্ডের মানচিত্র পোস্ট করার পর তিনি এই মন্তব্য করেন। ফ্রেডেরিকসেন বলেন, যুক্তরাষ্ট্রের ড্যানিশ কিংডমের কোনো ভূখণ্ড দখলের অধিকার নেই এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য হওয়ায় গ্রিনল্যান্ডও সেই নিরাপত্তা কাঠামোর আওতায় রয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেনমার্কের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে প্রবেশাধিকার পায়। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে ডেনমার্ক বিনিয়োগও বাড়িয়েছে বলে জানান তিনি। ফ্রেডেরিকসেন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান, যেন তারা একটি ঘনিষ্ঠ মিত্র দেশের জনগণের বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ করে। কয়েক ঘণ্টা পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন এবং ডেনমার্ক তা আটকাতে পারবে না।
২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ দেওয়ার পর থেকেই ডেনমার্কে ক্ষোভ দেখা দেয়। প্রায় ৫৭ হাজার জনসংখ্যার গ্রিনল্যান্ডে অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে দৃঢ়ভাবে বিরোধিতা করছে।