বাংলাদেশের কুয়ালালামপুর ও দুবাই মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলী সরকার ও মহাসচিব মো. মামুনুর রশিদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৬ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা আদেশে এই নিয়োগ দেওয়া হয়েছে। সংগঠনটি জানায়, ঐ পদে দীর্ঘদিন ধরে তথ্য ক্যাডারের কর্মকর্তারাই দায়িত্ব পালন করে আসছেন এবং গণমাধ্যম ও গণসংযোগের কাজে তাদেরই অভিজ্ঞতা রয়েছে। জানুয়ারি মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতেও গণমাধ্যমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ ছিল। অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে দ্রুত এই নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদেরই এ ধরনের পদে নিয়োগের দাবি জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।