কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ভুক্তভোগী নারী আত্মহত্যা করেছেন বলে ফেসবুকে যে দাবি ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, জেলা সাংবাদিক ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং কোনো জাতীয় বা আঞ্চলিক সংবাদমাধ্যমেও আত্মহত্যার কোনো খবর পাওয়া যায়নি। ফেসবুকের ওই দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য সূত্র নেই, তাই এটি ভিত্তিহীন প্রচারণা।