বৃহস্পতিবার ভোররাতে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৫ জন পুরুষ, ৪ জন শিশু এবং ৫ জন নারীকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশইন করে। সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে দায়িত্বরত বিএসএফের হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশইন করা হয়।