Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পারিবারিক কলহের পর সন্দেহভাজন ব্যক্তি পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই কন্যাশিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে সন্দেহভাজনের দুই ভাই, ভাবি, স্ত্রী ও কন্যা রয়েছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও গুলি চালায়। স্থানীয় পুলিশের মুখপাত্র শওকত খান জানান, দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছ থেকেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত এখনো চলমান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!