একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
গাজায় ইসরাইলি সেনাদের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে এক্স পোস্ট দেওয়ার পর ইসরাইলি সাংবাদিক ইসরাইল ফ্রে’র আটকাদেশ বাড়িয়েছে তেলআবিব আদালত। সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে ফ্রে লেখেন, পাঁচ যুদ্ধাপরাধীর মৃত্যুতে বিশ্ব আরও ভালো হয়েছে। পাশাপাশি তিনি ইসরাইলি মায়েদের সন্তানদের যুদ্ধ থেকে ফিরিয়ে আনতে আহ্বান জানান। এর আগেও তাকে ‘সন্ত্রাসে উসকানি’ অভিযোগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ফিলিস্তিনি প্রতিরোধকে ‘বীরত্ব’ বলেও ব্যাখ্যা দিয়েছেন। হারেৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রে বলেন, ‘আমি নিপীড়নের কাছে মাথা নত করব না। গাজাকে মুক্ত করুন।’
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।