স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাত দিনের জন্য সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। বুধবার জারি করা পরিপত্রে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং পরে দুই দিনসহ ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাহিনী মাঠে থাকবে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। নির্বাচনী নিরাপত্তায় এবার সাত লাখের বেশি সদস্য কাজ করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির সদস্য থাকবেন প্রায় সাড়ে পাঁচ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডও দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই মোতায়েনের উদ্দেশ্য হলো নির্বাচনী সময়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।