Web Analytics

ডেনমার্কের জাতীয় ডাক বিভাগ পোস্টনর্ড ঘোষণা করেছে, তারা ২০২৫ সালের ৩০ ডিসেম্বর শেষবারের মতো চিঠি বিতরণ করবে। এর মাধ্যমে ১৬২৪ সাল থেকে চলা চার শতাব্দীর পুরোনো ডাক পরিষেবার সমাপ্তি ঘটবে। গত ২৫ বছরে দেশে চিঠি পাঠানোর হার ৯০ শতাংশেরও বেশি কমে যাওয়ায় এবং ডিজিটাল যোগাযোগের প্রসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টনর্ড জানিয়েছে, ডাক পরিষেবা বন্ধের অংশ হিসেবে প্রায় ১,৫০০ কর্মীকে ছাঁটাই করা হবে এবং ১,৫০০টি ঐতিহ্যবাহী লাল পোস্টবক্স সরিয়ে ফেলা হবে। ইতোমধ্যে ১,০০০ পোস্টবক্স বিক্রি হয়েছে মাত্র তিন ঘণ্টায়, আর জানুয়ারিতে আরও ২০০টি নিলামে তোলা হবে। বেসরকারি প্রতিষ্ঠান ডাও ১ জানুয়ারি থেকে চিঠি সরবরাহের দায়িত্ব বাড়াবে, যেখানে গ্রাহকরা অনলাইনে বা অ্যাপের মাধ্যমে ডাক খরচ পরিশোধ করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, হাতে লেখা চিঠি এখন অনেকের কাছে যত্ন ও অনুভূতির প্রতীক। তরুণ প্রজন্ম ডিজিটাল ক্লান্তির বিপরীতে চিঠি লেখাকে সচেতন পছন্দ হিসেবে গ্রহণ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!