Web Analytics

রোববার রাত ১২টার দিকে সড়কের দাঁড়িয়ে আছেন দুই যুবক। হঠাৎ মোটরসাইকেলে আরও দুই যুবক এসে দাঁড়ালেন তাদের সামনে। মুহুর্তেই তিন যুবক মিলে দাঁড়িয়ে থাকা এক যুবককে মারপিট শুরু করলেন। এক যুবক মাটিতে ফেলে চাকু দিয়ে উপর্যুপরি কোপাতে লাগলেন ওই যুবককে। পরে সটকে পড়েন। জানা গেছে নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে হামলার শিকার এই যুবক একজন বিএনপি কর্মী। তার নাম সাইফ হোসেন মুন্না। তিনি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে, মোটরসাইকেলে করে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামে একজন। এই তিনজন শিকারী!

Card image

Related Threads

logo
No data found yet!