Web Analytics

ইরান সরকার ২৬ বছর বয়সি এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে, যিনি সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন। তার পরিবার এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এ তথ্য নিশ্চিত করেছে বলে সিএনএন জানিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী সোলতানি রাজধানী তেহরানের শহরতলি কারাজে বসবাস করতেন। গত ৮ জানুয়ারি তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তিন দিনের মধ্যে বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালতে তার পরিবারের কেউ উপস্থিত থাকতে পারেননি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোলতানির বোন একজন নিবন্ধিত আইনজীবী হলেও তাকে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হয়নি।

সোমায়েহ নামের এক আত্মীয় জানান, তারা শুনেছেন দণ্ড কার্যকর হয়নি, তবে এখনো তা বাতিল হয়নি এবং তারা আরও তথ্যের অপেক্ষায় আছেন। পরে হেনগাও নিশ্চিত করে যে মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। একই দিনে ওয়াশিংটনে এক সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রয়েছে। ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!