নাটোরে এক নারী কটাক্ষ সহ্য না করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নিজে আত্মহত্যা করেছেন এবং তার তিন কন্যাকেও একই ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বুধবার রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে ঘটেছে। মৃত নারী শারমিন বেগম (৩২) হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেন, তবে তার তিন মেয়ে—জিম (৮), মিম (৮), এবং সিনহা (৩)—হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপমৃত্যুর মামলা করা হয়েছে।