ঈদুল আজহার পর কাঁচা চামড়া সংগ্রহে ১০–১৫% হ্রাসের আশঙ্কা করছে বাংলাদেশ। ৯০ লাখ থেকে তা নেমে আসতে পারে ৮০ লাখে। সাভারের অকেজো কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন কেন্দ্র (সিইটিপি) রপ্তানি ও উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্যানারি মালিকরা বলছেন, ৩০০ কোটি টাকা বিনিয়োগে খাতটি ঘুরে দাঁড়াতে পারে। মৌসুমি ব্যবসায়ীরা এখনো লবণযুক্ত চামড়া সংগ্রহ করছেন। সরকার নির্ধারিত মূল্যে কেনাবেচা চলছে। নতুন রপ্তানি অনুমতি ও লবণ সংরক্ষণের উদ্যোগ সামান্য স্বস্তি দিলেও মৌলিক সমস্যাগুলো কাটেনি।