ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কের চার দিন পর পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌসের স্বাক্ষরিত আদেশে ১০ ডিসেম্বর বিকেলে এই পুনর্বহাল কার্যকর হয়। পরদিন সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ ডিসেম্বর ডিজির সফরকালে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডা. বর্মণকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি লিখিতভাবে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন। তার জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে তা সন্তোষজনক বিবেচিত হয় এবং ডিজির নির্দেশে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়।
এই ঘটনাটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও পেশাগত আচরণের গুরুত্বকে পুনরায় সামনে এনেছে এবং প্রশাসনের সমঝোতামূলক পদক্ষেপের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।