স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে এখনো ৫০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৪০ জনই রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে অনেকে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান। সর্বশেষ গাজীপুরের মাকিন নামে এক শিক্ষার্থী আজ দুপুরে মারা যান। ২১ জুলাইয়ের এই দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষ আহত হন। দুর্ঘটনার সময় স্কুলে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলেন, ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।