জাতীয় প্রেস ক্লাবের সামনে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে কুমিল্লাকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বক্তারা ঐক্যের আহ্বান জানান। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার এবং মৌলিক অবকাঠামো উন্নয়নেও পিছিয়ে রয়েছে। তিনি ঢাকা–কুমিল্লা মহাসড়ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর প্রকল্পের বিলম্বের কথা উল্লেখ করে বলেন, ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত কুমিল্লা প্রাপ্য মর্যাদা পায়নি। নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লা বিভাগ গঠনের বিষয়ে তিনি আলোচনার প্রস্তাব দেন, তবে প্রয়োজনে স্বতন্ত্র পথে এগোনোর ইঙ্গিতও দেন। আন্দোলনে সরাসরি অংশগ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, কুমিল্লার ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। সমাবেশে সাংবাদিক, রাজনীতিক, পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।