Web Analytics

গণপরিষদ নির্বাচন কেন দিতে হবে প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? গণপরিষদ তখনই হয় যখন দেশ নতুন স্বাধীন হওয়ার পর আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা ১৯৭১ সালে রাজনৈতিকভাবে অপরাধ করেছেন; ১৯৭১ এর বড় অর্জনকে দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদের নামে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চান তারা। কিন্তু যারা বৈষম্যবিরোধী ছাত্রনেতা ছিলেন, নতুন রাজনৈতিক দল করেছেন, তারা যদি এইসব কথা বলেন, তবে আমাদের বড় প্রশ্ন জাগে- আপনারা কার কথায় এসব বলছেন? আপনাদের এসব কথা বলা ঠিক না। তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন। একবার বলেন মার্চ, একবার জুন, একবার ডিসেম্বর। সংস্কার চলমান প্রক্রিয়া। আর এ সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন।

Card image

Related Threads

logo
No data found yet!