Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কট্টাপাড়া মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় শরিক দলগুলোর প্রার্থীদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাত পৌনে ১১টার দিকে অনুষ্ঠিত এ সমাবেশ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রচারণার অংশ। তিনি বিশেষভাবে খেজুর গাছ ও মাথাল প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে বিএনপি সমর্থন দিয়েছে। দুই প্রার্থীই নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমান বলেন, কঠিন সময়ে এ শরিকরা বিএনপির পাশে ছিলেন, তাই তাদের প্রতীকে ভোট দিতে হবে।

এর আগে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে বিএনপি তাদের নির্বাচনি প্রচার শুরু করে এবং পরে মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ শেষে রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!