চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভা এলাকার যারা আমাদের কাছে ভ্যাকসিনের জন্য এসেছেন, তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।