Web Analytics

রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ফতুল্লা মডেল থানার সাবেক ওসি মঞ্জুর কাদেরকে ঘিরে ধরেন জামায়াতপন্থি আইনজীবী ও ছাত্রশিবিরের নেতারা। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় তিনি প্রভাব খাটিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের নির্যাতন ও অর্থ আদায় করেছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপিপন্থি আইনজীবীরা হস্তক্ষেপ করে মঞ্জুর কাদেরকে নিরাপদে সরিয়ে নেন।

জামায়াতপন্থি আইনজীবীরা দাবি করেন, ২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রায়ের পর আন্দোলনের সময় মঞ্জুর কাদের তাদের গ্রেপ্তার ও নির্যাতন করেছিলেন। অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, তারা আদালত প্রাঙ্গণে আইনবহির্ভূত কোনো ‘মব জাস্টিস’ হতে দেননি।

ঘটনাটি স্থানীয় আইনজীবী সমাজে রাজনৈতিক বিভাজনকে আবারও সামনে এনেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের সংঘাত ভবিষ্যতে বিএনপি ও জামায়াতপন্থি গোষ্ঠীর সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!