Web Analytics

২০১৬ সালে রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে নয় তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানান, যা আদালত মঞ্জুর করে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ফেব্রুয়ারি।

২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে নয় যুবক নিহত হন, যা ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে পরিচালিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!