গণঅভ্যুত্থানে নিহত নোয়াখালীর সেনবাগের যুবক শহীদ শাহাদাত হোসেন শাওনের লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে লাশটির ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে মর্গে পাঠানো হয়। শাওন খাজুরিয়া সর্দার পাড়ার বাছির আলমের ছেলে। যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় পড়তেন তিনি। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিতে প্রাণ হারান শাওন। শাওনের বাবা বলেন, ‘আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা সবাই জানে। ঘটনাটি তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে। আমার ছেলের হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’