Web Analytics

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভা সম্পর্কে জানাতে এ ব্রিফিং আয়োজন করা হয়।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, সভায় বিষয়টি আলোচনা হয়েছে। তিনি জঙ্গল সলিমপুরের ঘটনাকে জঘন্য বলে নিন্দা জানান এবং বলেন, সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন চালানো হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, যত ক্ষমতাবানই হোক না কেন, তাদের গ্রেফতার করা হবে। তিনি আরও জানান, লুট করা অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বাহিনীর সদস্যদের মনোবল নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ ঘটনা তাদের মনোবল দুর্বল করবে না, বরং তাদের দৃঢ়তা আরও বাড়াবে।

Card image

Related Threads

logo
No data found yet!