অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান, ইরান ও ইউরোপীয় দেশগুলোকে আফগান শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, এসব দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আফগানদের ফেরত পাঠাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জর্জেট গ্যাগননের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রায় ২৫ লাখ আফগান দেশে ফিরেছেন, যা আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও গভীর করেছে।
অ্যামনেস্টি সতর্ক করেছে, ফেরত আসা আফগানদের অনেকেই কাজ ও আশ্রয় পাচ্ছেন না এবং তালেবান শাসনের অধীনে নারী ও সংখ্যালঘুদের ওপর কঠোর বিধিনিষেধ অব্যাহত রয়েছে। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘নন-রিফাউলমেন্ট’ নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে কাউকে এমন স্থানে ফেরত না পাঠানো হয় যেখানে তারা গুরুতর মানবাধিকার ঝুঁকিতে পড়তে পারেন।
বিশ্লেষকরা মনে করছেন, জোরপূর্বক প্রত্যাবাসন অব্যাহত থাকলে আফগানিস্তানের মানবিক সংকট আরও তীব্র হবে এবং আন্তর্জাতিক সহায়তা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।