গোপালগঞ্জের কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে মাছের ঘের নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির ও মোকসেদ আলী ফকিরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।