ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষা সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনায় গণসংহতি আন্দোলন প্রস্তাব করেছে যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে হলে শিক্ষার কাঠামো ও নীতিতে পরিবর্তন আনতে হবে এবং শিক্ষকদের জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্বতন্ত্র বেতন স্কেল ও মর্যাদার কাঠামো তৈরি করা জরুরি। আলোচনাটি দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের অংশ হিসেবে আয়োজন করা হয়। অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, গণশিক্ষা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন সহজ হবে। অন্য বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ ও রাজনীতিকরণের সমালোচনা করেন। আলোচনার উদ্দেশ্য ছিল বিশেষজ্ঞ ও জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত ইশতেহার প্রণয়ন।