পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে ‘অনতিবিলম্বে’ দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। তবে কী কারণে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানো হচ্ছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সম্প্রতি আরাকান আর্মির (এএ) সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এরপরই জান্তা সরকার প্রতিবাদপত্র পাঠায়!