গুম ও নির্যাতনের দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে রোববার সকালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের আনা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয় এবং ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েন করা হয়। এর আগে, গত ৮ অক্টোবর তিনটি মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই মামলাগুলোর মধ্যে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনাও অন্তর্ভুক্ত ছিল। ১৫ কর্মকর্তাকে গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করে পরে সেনানিবাসের সাব-জেলে পাঠানো হয়। পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।