Web Analytics

আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সম্ভাব্য তীব্র যানজটের কারণে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, ওই দিন বিমানবন্দর, গুলশান সংযোগ সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কা রয়েছে, যা বড় ধরনের যানজট সৃষ্টি করতে পারে।

বিমান জানায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর প্রস্তুতি নিতে হবে। সংস্থাটি আশা প্রকাশ করেছে, যাত্রীদের সহযোগিতা ওই দিনের ভ্রমণকে নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত করতে সহায়তা করবে।

এদিকে, এখনো কোনো বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা ঘোষণা করা হয়নি। যাত্রীদের সর্বশেষ তথ্য অনুসরণ করে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ফ্লাইট মিস বা বিলম্বের ঝুঁকি এড়ানো যায়।

Card image

Related Threads

logo
No data found yet!