কক্সবাজারের রামু থানা পুলিশ শুক্রবার পৃথক অভিযানে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা ব্রিজের পূর্ব পাশে উখিয়া-সংযোগ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নুরুল আমিন (৪০), পিতা মৃত সুরুত আলম। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পর রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
এই অভিযান কক্সবাজার অঞ্চলে ইয়াবা পাচার রোধে পুলিশের চলমান তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে।