বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী বৃহস্পতিবার, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা এখনো চূড়ান্ত হয়নি। সংলাপে আরপিও ও আচরণবিধির সাম্প্রতিক সংশোধন, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং দলগুলোর নিজস্ব প্রস্তাব নিয়ে আলোচনা হবে। নতুন আচরণবিধিতে পোস্টার ও প্লাস্টিকজাত সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে, তবে ফেস্টুন, লিফলেট ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহারের অনুমতি থাকবে। একই দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি থাকলেও ইসি নির্ধারিত সময়েই সংলাপ আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে। গণভোট বিষয়ে কোনো নির্দেশনা এখনো কমিশনে পৌঁছায়নি বলে তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।