মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে শতবছর বয়সী বটগাছ কেটে ফেলার ঘটনায় বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশও দেয়া হয়েছে। বেশকিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শতবর্ষী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু মানুষ। বটগাছের গোড়ায় এমন কর্মকান্ড ইসলাম সমর্থন করে না মর্মে গত সোমবার দুপুরে কুমার নদের পাশে থাকা শত বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন আলেমরা।