‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা। মানিক মিয়া এভিনিউতে সমাবেশস্থলে আসেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সমাবেশস্থলে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া রাজনীতিবিদ জোনায়েদ সাকি, জালালুদ্দীন আহমদ, মোস্তাফিজুর রহমাম ইরান, মাহমুদুর রহমান মান্না, আহমদ আলী কাশেমী, জেনারেল সাখাওয়াত হোসেন রাজী, আমির নুরুল ইসলাম বুলবুল ও আব্দুল মান্নান উপস্থিত হয়েছেন। সেখানে আরও উপস্থিত হন ঢাকায় পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর কামরান দাঙ্গাল।