Web Analytics

আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড ৮.৮৫ বিলিয়ন টনে পৌঁছালেও ২০৩০ সালের মধ্যে তা ধীরে ধীরে হ্রাস পাবে। নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক শক্তি এবং প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সম্প্রসারণই এই পরিবর্তনের মূল কারণ। ২০২৫ সালে চাহিদা ০.৫ শতাংশ বাড়লেও দশকের শেষ নাগাদ তা কমতে শুরু করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইইএর এনার্জি মার্কেটস অ্যান্ড সিকিউরিটির পরিচালক কেইসুকে সাদামোরি বলেন, বিশ্বের কয়লার ওপর নির্ভরতা এখনও প্রবল হলেও নবায়নযোগ্য শক্তির বিকাশে তা ধীরে ধীরে কমছে। ভারতে জলবিদ্যুৎ বৃদ্ধির কারণে কয়লার ব্যবহার কমেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে স্থানীয় খনি রক্ষায় প্রশাসনিক পদক্ষেপের ফলে ব্যবহার বেড়েছে। বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী চীনে চাহিদা স্থিতিশীল থাকলেও ২০৩০ সালের মধ্যে তা কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চীনে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়লে বা নবায়নযোগ্য শক্তির একীভূতকরণ ধীরগতির হলে বৈশ্বিক কয়লা হ্রাসের গতি বিলম্বিত হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!