জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সোমবার ঢাকার পল্টন বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ‘ঘৃণাস্তম্ভ’ উদ্বোধন করেন। নিহত হাদির হত্যার সঙ্গে জড়িতদের ছবি সংবলিত এই প্রতীকী স্তম্ভ উদ্বোধনের মাধ্যমে তিনি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। হাদি হত্যার দশ দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার না হওয়ায় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।
রাশেদ প্রধান বলেন, হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা ও খুনিরা এখনো নিশ্চিন্তে আছে। তিনি বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ করার দাবি জানান এবং জনগণের অর্থায়নে স্থায়ী ঘৃণাস্তম্ভ নির্মাণের অনুমতি চান।
ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে।