বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে, আগামী ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষে সারা দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। গত বছরের এদিন কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই দিনটিকে স্মরণে রেখে অন্তর্বর্তী সরকার এটি সরকারি ছুটির দিন ঘোষণা করেছে। আন্দোলনের সময়কার রক্তপাত ও সরকারের কঠোর দমননীতি ইতিহাস হয়ে আছে। এখন সবাইকে লেনদেন ও প্রস্তুতি আগেভাগে সেরে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।