Web Analytics

জাতীয় প্রেসক্লাব চত্বরে কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। যাদের বক্তব্য শুনতে সেনাবাহিনীর একটি টিমও সেখানে গিয়েছিল। প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুসারে দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তৃতীয় পক্ষ দিয়ে দাবিদাওয়া না পাঠিয়ে সরাসরি পাঠানোর আহ্বান জানান। ১৪ মে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন নিষ্পত্তি হয়েছে। আইএসপিআর জানায়, প্রতিনিধিদল ফেরার পথে কতিপয় আন্দোলনকারীদের ক্ষোভের শিকার হয়েছে, এরপর আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!