২৩ জুন, চাকরিচ্যুত ও কারাবন্দি বিডিআর সদস্য ও তাদের পরিবার জাতীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকার দিকে পদযাত্রা শুরু করেন। পুলিশের ব্যারিকেডে শাহবাগ থানার সামনে তাদের পথ বাধাগ্রস্ত হয়। তারা পিলখানা হত্যাকাণ্ডের বিচার পুনর্বিবেচনা, নিরপরাধ কারাবন্দিদের মুক্তি ও ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল দাবি করেন। তারা অতীত ও বর্তমান সরকারের অবহেলা ও তদন্ত কমিশনের সীমাবদ্ধতার অভিযোগ তুলেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানায়।