সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলো রোববারও সচিবালয়ে মিছিল সমাবেশ করেছেন। এ সময় স্লোগানে বলেন, ‘অবৈধ কালো আইন বাতিল কর করতে হবে’, ‘অবৈধ কালো আইন মানি না মাব না’। এছাড়া তারা মিছিল নিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে স্মারকলিপি দিতে যান। আন্দোলনকারীরা বলছেন, আলোচনা যাই হোক, আমাদের একটা টাইম ফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষায় থাকব না।