বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ফেনীর পরশুরামে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ খাল খননের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটেছে বিএসএফ ও ভারতীয়রা। স্থানীয় বাসিন্দা নরুন নবী ও মোবারক হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে স্কেভেটর ও যন্ত্রপাতি নিয়ে খাল খননের চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। সীমান্তের পিলার থেকে ২০-৩০ গজ ভেতরে তারা খনন করার চেষ্টা করে। আমরা বিজিবির সঙ্গে উপস্থিত থেকে তাদের বাধা দিলে তারা চলে যায়। ইউএনও আরিফুর রহমান বলেন, ভারতের সুবিধার্থে সীমান্তে টিলা কেটে পানি বাংলাদেশের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে।