Web Analytics

ইউক্রেন ফ্রান্সের সঙ্গে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে দেশটি সর্বোচ্চ ১০০টি রাফাল যুদ্ধবিমান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কিনবে। প্যারিস সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভিলাকুবলে বিমান ঘাঁটিতে এই চুক্তি স্বাক্ষর করেন। এতে আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ছয়টি লঞ্চার অন্তর্ভুক্ত রয়েছে। কিছু ড্রোন ও গাইডেড বোমার সরবরাহ দ্রুত শুরু হবে এবং পুরো প্রকল্পটি আগামী দশ বছরে সম্পন্ন হবে। ম্যাক্রোঁ জানান, ইউক্রেন ২০২৬ সালের মধ্যে নতুন প্রজন্মের SAMP/T ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে, যা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের সমতুল্য। অর্থায়নের বিষয়টি এখনও আলোচনাধীন, যেখানে ইইউ অনুদান, ঋণ বা রাশিয়ার জব্দ সম্পদ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান বহুমুখী ও আমেরিকান এফ-১৬ এর সমমানের। রাশিয়ার আগ্রাসনের পর এটি জেলেনস্কির নবম প্যারিস সফর, যা ইউক্রেনের প্রতিরক্ষায় ফ্রান্সের ক্রমবর্ধমান ভূমিকা নির্দেশ করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।