অধিকৃত পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একজন আট মাসের অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনারা ক্যাম্পে একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালায়। হামলার পর হাসপাতালেও যেতে দেয়নি ইসরায়েলি বাহিনী। এতে এক পরিবারের স্বামী আহত হন, অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হন। অপরদিকে আরেক নারী প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের সংবাদমাধ্যম জানিয়েছে, এই সময়ে বুলডোজার দিয়ে কয়েক ডজন বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী!