অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত মাদারীপুরের রাজৈ উপজেলার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আরো ৪ জন। ৩০ জানুয়ারি লিবিয়ার ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধারে খবর দেয় বাংলাদেশ দূতাবাস। ঘটনায় জড়িত দালালদের শাস্তির দাবি করেছে স্বজনরা। ভুক্তভোগীদের অভিযোগ, ঋণ ও ভিটেমাটি বিক্রি করে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না। এই ঘটনার মূলহোতা ভাঙ্গা উপজেলার মনির হাওলাদার ও রফিক দালাল। এক ভুক্তভোগীর দাবি দালালেরা তার কাছ থেকে নিয়েছে ২৮ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিবেন বলে জানান।