খুলনা মহানগরীতে এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় র্যাব-৬ ডি. কে শামীম ওরফে ঢাকাইয়া শামীমকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। একই অভিযানে তার সহযোগী মাহাদিনকেও গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঢাকাইয়া শামীম গুলি বর্ষণের ঘটনায় সরাসরি জড়িত এবং তার বিরুদ্ধে মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে সাতটি মামলা রয়েছে। মাহাদিন গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে র্যাব নিশ্চিত করেছে।
গ্রেপ্তারদের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গত ২২ ডিসেম্বর খুলনার ১০৯ মজিদ সরণির আল আকসা মসজিদ গলির ‘মুক্তা হাউস’-এ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় তার স্ত্রী নিম্মি নামে এক নারীসহ অজ্ঞাতনামা আটজনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।