ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে আটটি ছোট নৌকা থেকে রকেটচালিত গ্রেনেড ও গুলি করে হামলা চালানো হয়েছে। জাহাজে থাকা নিরাপত্তা দল পাল্টা গুলি চালায়। হোদেইদা বন্দরের কাছে হওয়া এ হামলার দায় কেউ স্বীকার না করলেও এটি হুতিদের ধারাবাহিক হামলার অংশ বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে অনেক জাহাজ এখন বিকল্প রুটে চলাচল করছে।