সোমবার ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক এরিক ট্রাম্প জানিয়েছেন, তাদের নতুন মোবাইল ফোন প্রজেক্টের নাম হবে ট্রাম্প মোবাইল। আর তাদের সংস্থা কেবল আমেরিকায় তৈরি মোবাইল ফোনই বিক্রি করবে। এই প্রজেক্টের প্রথম মোবাইল ফোনের নাম রাখা হয়েছে টি ওয়ান। জানা গেছে, নতুন এ স্মার্টফোনটি বাজারে আসতে এখনও অন্তত আড়াই মাস বাকি। তবে, এই মুহূর্তে প্রি অর্ডার করা যাচ্ছে। এর মাধ্যমে অ্যাপল এবং স্যামসাংয়ের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে অভিষেক হতে যাচ্ছে ট্রাম্প মোবাইলের।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।